১৯৭০ এ আমার প্রথম কবিতা। তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু
আজ অবধি প্রথম সারির পত্রিকায় যেমন 'দেশ' পত্রিকা ইত্যাদিতে লেখার
সুযোগ পাই নি। এই বিষয়ে মাঝারি সারির এক বন্ধুকবির বক্তব্য আমার
লেখা কবিতাগুলো অবশ্যই কবিতা কিন্তু সেই পর্যায়ে পৌঁছোয় নি যে মানসম্পন্ন পত্রিকায় স্থান পাবে। আমার আকুল প্রশ্ন তাহলে কি করলে
সেই স্তরে যাওয়া সম্ভব? অনেকক্ষন চুপ থাকার পর বন্ধু বললো যে দিন
পাঠক তোর কবিতাকে প্রশংসা নয় সমীহ করবে বুঝবি সেইদিন তোর
সঠিক উত্তরণ।
আরো বললো প্রশংসা মানে বাহবা দেওয়া,স্তুতিবাদ,গুনকীর্তন ইত্যাদি
ইত্যাদি যা 'গিভ এন্ড টেক' পদ্ধতির পর্যায়ভুক্ত। সমীহ মানে সম্ভ্রম যা অন্তর থেকে আসে। প্রথমটা সৌজন্যবোধ তথা বাহ্যিক দ্বিতীয়টা আন্তরিক। বুঝলাম আসল কথা। এই আসরে পাঠকমাত্রই সৌখিন তথা নবিস কবি এবং বন্ধুস্থানীয় তাই সৌজন্যবোধের মন্তব্যে উচ্ছসিত হয়ে হাওয়ায় না উড়ে নিজেকেই নিরন্তর সমৃদ্ধ করার প্রয়াসই একদিন সমীহ করার পর্য়ায়ে পৌঁছে দেবে।