(লাভার)
ভালোবাসায় উথালপাথাল
শেষমেষ--আমি ঠিক
             সে ভুল
                            গল্প শেষ------
নতুন গল্প শুরু হবে নতুন নায়িকা পেলে।


  (অন্তর্বাস)
চেহারা দেখলে বোঝা যায়
খানদানি না হারামী
অন্তর্বাস ঢেকে রাখে
গোপন অঙ্গভূমি.........

  (তিন সত্যি)
মন চায় মনকে
                  অর্ধসত্যি
শরীর চায় বিপরীত শরীরকে
মিথ্যে নেই একরত্তি
সত্যি!সত্যি!সত্যি!

(চরিত্রহীন)
দাঁত নেই নখ নেই
তাই নখদন্তহীন
চরিত্র তো আছে
তবুও কেন চরিত্রহীন?


(ডায়াবিটিস)
ওয়াক! থুঃ
ইস্ কি তেতো
রসে টইটম্বুর
আহা! মধুর মধুর--
একটা জীবনদায়ী
আর একটা সেকো বিষ--
বাংলার ঘরে ঘরে
'এসো হে বৈশাখ' থুড়ি ডায়াবিটিস


  (ভিটামিন)
ভাঙাচোরা শরীর,ক্ষতবিক্ষত মন,অভাব অনটনের ধাক্কা,শূন্য ব্যাঙ্ক ব্যালান্সের হাহাকার----এইসব সয়ে বহাল তবিয়তে বেঁচে আছি।
কেননা আমার কাছে আছে


দিনযাপনের ভিটামিন--------কবিতা।