পুকুরের জল বললো-আমার বহিরঙ্গ নিস্তরঙ্গ কিন্তু ভেতরে ভীষন তোলপাড় অবশ্য ভয়ের কিচ্ছু নেই;গাঁয়ের বধুরা নির্বস্ত্র হয়ে গা ভাসাতে পার; জানি এসব দেখে আকাশ জ্বলবে আর বলবে
আমার একটাই চাঁদ
অথচ সামান্য পুকুরে এত চাঁদের মেলা?
আকাশ জলকে 'মিডলক্লাস'আর মাটিকে 'সর্বহারা' ভাবে
নাকউচু আকাশ বোঝে না জলই মানুষের জীবন আর মাটি প্রেমাঙ্গন...