রোজই থুথু গিলে ফেলি
যাদের গায়ে ছিঁটিয়ে দেবার কথা
তাদের 'নমস্তে' বলি
সামনা-সামনি লোকে আমায় নির্বিবাদী বলে
পেছনে বলে 'না-মরদ'--
আমি খারাপ পাই না
কেননা আমার চারপাশে আমাদেরই ভিড়
আমরাই দলে ভারি--
আমাদের ঘাড়ের উপর মাথাটা আছে বটে তবে নোয়ানো


তাহলে কি
গরীবের বেঁচে থাকার মানে 'সমঝোতা'?