সব মানুষই স্বপ্ন দেখতে ভালোবাসে
কবি মানুষেরা নাকি স্বপ্ন দ্যাখে ঘুমে-জাগরণে!
কবি জানে----পাঠক তার নিত্যসঙ্গী নয়,
আজ ওর ঘরে কাল তার ঘরে যায়--
তবুও পাঠকের হাত ধরে আসা-যাওয়া!
লাভ শুধু এইটুকু----কবিতার রাস্তায়
হেঁটে যেতে যেতে ভোর দেখে নেওয়া!