( এক রাজনেতা চিকিত্সকের কাছে যায় আর বলে হাতে সময় নেই আমার অসুস্থতা রাজনৈতিক ভাষায় বুঝিয়ে দিন---তা হলেই আমি
বুঝতে পারবো। চিকিৎসক কি বলেন হিন্দি কবিতার আসরে কবি
ভগবান মান্ডলা বলেন কবিতায়---চেষ্টাকৃত অনুবাদ নিজভাষায়)


যেমন তুমি লুটেছো দেশের সম্পদ
ভরেছো নিজ ভান্ডার
ঠিক তেমন বেড়েছে তোমার ব্লাডপ্রেসার।
যেমন মিথ্যা আশ্বাসনে
লোককে করেছো বঞ্চিত
ঠিক তেমনি তোমার কিডনিদুটো
হয়েছে সঙ্কুচিত।
নেমকহারাম তুমি
তাই রক্তে নুনের মাত্রা যথাযথ।
নির্বাচনের আগে মিষ্টি মিষ্টি কথা বলেছো এত
যে তোমার ব্লাডসুগার বাড়ছে সতত।
নেতা হয়ে ভাবো অভিজাত
মানে নীল রক্ত বইছে শরীরে
তাই হিমোগ্লোবিন বেরিয়ে আসছে রক্তের বাইরে।
এখন তোমার ধমনী শুকিয়ে প্রায় গেছে মরে
যে কোনো সময় তোমার হার্ট ত্যাগপত্র দিতে পারে।
নেতা শুধায়--ডাক্তার কি হবে আমার?
চিকিৎসক বলেন
'দাওয়া' নয় এখন তোমার দোয়া দরকার।
তবে আছে প্রতিকার
এখনো সময় আছে অপার।
নিজেকে শুধরে নাও
কিছু করো
সারা দেশ আলোকিত হোক না হোক
গরীবের ঘরে প্রদীপ জ্বালাও।।