( আসরের সব কবি বন্ধুকে আর পাঠককে জানাই---ঈদ মোবারক)


আমি কোনোদিন 'চকোলেট' কিম্বা 'কোল্ড ড্রিঙ্ক' খাই নি
'ভিডিও গেম' দেখি নি
'পিকনিক' এ যাই নি,
আমার নতুন কাপড়ের জিদ নেই!
আমি কোনোদিন বায়না করিনি
(যার কাছে বায়না করবো--সেই মা ই যে নেই)
আমি কোনোদিন কাঁদি নি
জানি কেঁদে কোনো লাভ নেই!
থাকা খাওয়ার বিনিময়ে
বাবুর ঘরে কাজ করি
আর দোরগোড়ায় শুয়ে রই!
স্বাধীন দেশের নাগরিক--
একুশ শতাব্দীর বালক--
বাঁধা হয়ে পড়ে আছি
আর এইভাবেই থাকতে হবে বুঝে যাই..........