( এই আসরের সুবোধ কবি ইন্সিগ্নিয়া তথা অভি'র ০২/৮/১৪ তে
প্রকাশিত ইংরাজী কবিতা'র (ss স্কেপটিক) বাংলা ভাষায় রূপান্তর)


জয়ধ্বনি কিম্বা তোপধ্বনি নয়
নৃশংস মারনাস্ত্র চাই
সবাইকে লুটিয়ে দেবো ধুলোয়
যখন সবকিছু ধ্বংসের সম্ভাবনায়!


গ্রহণকাল শেষে----
আর এক শপথের প্রস্তাবনায়
সময়ও সম্মতি দেয়--


আমরা নই আর পঞ্চতত্ত্বের মানুষ
না আছে শৌর্যবীর্য --
না আছে নারীর মত কমনীয়তা,
এখন নিরপেক্ষ আর উদাসীন
তথাকথিত ঈশ্বরসম--
নির্লিপ্ত,নির্মোহ,সুস্থির!


মন্দির আর মসজিদের রাস্তার দুধারে
জীবনের কোনো স্পন্দন নেই--
শুধু ছড়িয়ে আছে সংশয়
চত্বরে পড়ে আছে--
মানুষের পদচিহ্ন একা একা.............