মস্তিষ্ক অনুমান করতে ভালোবাসে
অনুমান করতে চায়--
আবার কখনও কাতর হয় যন্ত্রণায়!
খুলিতে ঢাকা ঐ প্রদূষণময় হ্রদে
বহুলালিত ঔচিত্যবোধ
শালুকের মত ভেসে রয়--
এইগুলোকে নিয়েই,
আমাদের শ্লাঘাবোধ তথা আত্মপ্রনয়!
অথচ মন যেতে চায় আদিম আলোয়
যেখানে কুন্ঠাহীনভাবে সবকিছু চাওয়া যায়--
ভাবছি আর একটা জন্ম পেলে,
নিজেকে কষ্ট না দিয়ে--
অতিমানুষ সাজার ভন্ডামি থেকে মুক্তি পেয়ে
মুক্ত বিহঙ্গের মত বাঁচবো..........




কৃতজ্ঞতাঃ তমাল বন্দোপাধ্যায়