অদৃশ্য বটে তবে অসত্য নই
সবকিছু উড়িয়ে দিতে পারি,
হাওয়া থরথর.............


তরল বটে তবে দুর্বল নই
সবকিছু ডুবিয়ে দিতে পারি,
জল ছলাত্ছল............


কঠিন বটে তবে বিরোধী নই
সব ভার সইতে পারি,
পাথর নিশ্চল.............


আগন্তুক বটে তবে ব্রাত্য নই
সবকিছু মেনে নিতে পারি,
ভালোবাসা টলটল..........


সান্দ্র উচ্চারণে ধ্বনিত হয়
হৃদয়ের মল্লিকাবনে--
'নিজকে নিজের থেকে বেশী আর কে জানে?'........