(ডাইরি)
ভেতরে খুনসুটি কথা
মলাটে ঠোঁটের ছাপ
বিবর্ণ ডাইরিতে লেখা
যুবক মনের অভিলাষ
                                         (নববধূ)
পূর্ণিমার চাঁদ দ্যাখে
গ্রিলের ফাঁক দিয়ে
তার চেয়েও সুন্দর
কেউ ঘুমিয়ে ছড়িয়ে ছিটিয়ে
                                        (মমতা)
যত রাতই হোক
ঝুকে পড়ে দরজা খুলে দেয়
ছেলে ফিরেছে
এটাই কি বড় কথা নয়
                                       (পুরোধা)
বয়স হয়েছে
ছেলে চেঁচামেচি করে
কিচ্ছু বলে না বরং ভুলে যায়
পুরোধা কে মানিয়ে নিতে হয়