(জানা)
ভাবি
আমি বেশী জানি
এটা ভাবি না
আমার থেকেও বেশী কেউ জানে
সে অলক্ষ্যে হাসে
যে সব জানে
                                           (বোঝা)
জেগে ঘুমাই
অজান্তে মন বদলাই
কানে হাত চাপা দিয়ে
সুর আটকাই,
সুর আমায় বড় বিচলিত করে
আমি যে বেসুরো
বুঝে যাই
                                          (কাটা)
গাছ কাটা মানা
তবুও কারা এত গাছ কাটে?
কেন বুঝিস না
যা করতে মানা
তা করতে মানুষেরাই বেশী ভালোবাসে
                                         (নোয়া)
হাত কাটা
কবে থেকেই ঠুঁটো
পা কাটা
সেই থেকেই খোঁড়া
কাঁধের উপর মাথাটা আছে বটে
তবে নোয়ানো