( দুই পংতির উত্সব)


ভালোবাসা নেই      শরীর দাঁড়িয়ে আছে
যেন মরাগাছ         মাটিতে মেশার অপেক্ষায়


মন উদাস হয়        দাঁড়ালে জানালায়    
প্রথম প্রেম            হাতছানি দেয়


দুঃখ দাগ কাটে       বাইরে চিহ্ন না রেখে
শুধু ভেতরে           দোলাচল আসে যায়


দুঃস্থ নারীটিও        সুন্দরীর মর্যাদা চায়
ডেকে নিই            পেছনের দরজায়


পাথরের কাঠিন্য      গলে যায়
নারীর ছোঁয়ায়         আর জ্যোত্স্নায়


চাওয়া নেই             তাই পাওয়া নেই
অপেক্ষা বসে থাকে     নিরালায়


কতটা কাছে দাঁড়ালে   মানুষ চেনা যায়
সারাজীবনের            সংশয়