স্মৃতি হাতড়ে বের করি
কৈশোর যৌবনের সন্ধিক্ষণ
ঠিক যেন
পুরনো বাড়ির হারানো উঠোন,
একটু দাঁড়াতেই
মন কেমন কেমন--
পাছে হারিয়ে যাই
এই ভয়ে ফিরে আসতে বলে
সাজানো গোছানো সতর্ক জীবন--
ভাবছি
মেঘ ভেঙে আজ বৃষ্টি নামুক অঝোরধারায়
আমরা ভিজি,
দুজন দুজনাকে খুব বুঝি
অবেলায়...............