জীবনযুদ্ধে আহত মানুষ আমি
কান পেতে শুনি
শব্দের ভিন্ন ভিন্ন ধ্বনি,
সমস্ত দুঃখকষ্ট ভুলে
উচ্ছাসের ঢেউ এ ভেসে চলি
আর দু-চার ছত্র লিখে ফেলি--
কেউ কেউ বাহ বাহ বলে
কেউ কেউ জানতে চায়
কবিতা লিখে কি লাভ হয়?


কি করে বোঝাই বলতো
যন্ত্রনাদগ্ধ এই পোড়া জীবনে
কবিতাই তো দু এক পশলা বৃষ্টি এনে দেয়............







বিশেষ--এটা একটা পুরনো কবিতার পুনঃগঠন