ভালোবাসার গল্প কোনদিন ফুরোয় না মুখে মুখে বেঁচে থাকে অনন্তকাল


ঐতিহ্য পুরনো হলেও নতুন করে চমকে ওঠে আলোয় এসে


মিহিন বৃষ্টির শব্দ নেই স্পর্শসুখে আপ্লুত করে দেয়


জোর খাটালে মিলনের ছবিটা ধর্ষণে রূপান্তরিত হয়ে যায়


ধর্মে বিশ্বাস না থাকলেও একটা কিছু অতীন্দ্রিয় শক্তি সম্পর্কে জিজ্ঞাসা থেকে যায়


চেতনা,স্মৃতি,শব্দ, গন্ধ, দৃশ্য, স্বাদ, আকাংক্ষা নেই মানে নিথর শূন্যতা