হয় পোড়াবে নয় মাটি দিয়ে ঢাকবে
কিম্বা পাখি দিয়ে খাওয়াবে
জীবিত নয় মৃত 'আমি'কে--
বেঁচে থাকতে কারো কাজে আসিনি
মরে গিয়ে যদি ভালো কাজে সফল হই,
তাই 'মৃতদেহ দান' এর খাতায় নাম লেখাই--
ঘুম ভেঙে যায়
তাকিয়ে দেখি মুমূর্ষুরা হাসছে বাঁচার আশায়--


জীবন্মৃত হয়ে জীবন কাটিয়েছি
এই প্রথম মরে জীবিত হই
আর এক অবয়ব এর ভঙ্গিমায়.........





বিশেষ--অর্গান ট্রান্সপ্লান্টেশন এর অপেক্ষায় শতসহস্র জীবন--মরনোত্তর দেহদান
সেই আশা পুরণের সহায়ক।আজ ১৩ ই আগষ্ট ভারতবর্ষে 'অর্গান ডোনেশন ডে' পালিত হয়।