সুপ্রিয় পীযূষ কবির আহ্বাণ--এসো 'উত্সবে মাতি'
একটা কবিতা লিখবো বলে শব্দ খুঁজছি আতিপাতি
কিন্তু হায় রে হায়
নতুন কিছু কি লিখি এই অবেলায়?
সবকিছু তো লিখে ফেলেছেন কবি শঙ্খ ঘোষ, জয় গোস্বামী,শ্রীজাত,
সুবোধ সরকার,দেবারতি আর বিনায়ক'রা শারদীয়া দেশ পত্রিকার
পাতায় পাতায়--
তাছাড়া
সৌখিন কবিদের মগ্ন পাঠকেরা মেতে উঠেছেন দুগগা পূজোয়--
ভাবছি এই উত্সবের চার-পাঁচটা দিন
ফিরে দেখি কৈশোর যৌবন আর সংসারের পাতায়
কৈশোরে--
পূজো মানে নতুন জামা
পূজো মানে ঢাকের আওয়াজ
টানাপোড়েনের সংসারেও
লুচি-আলুর দম এর রেওয়াজ
পূজোমন্ডপে  বাজছে দেখ
কলের গান
রাত জেগে ঠাকুর দেখার আনন্দে
আবেশিত প্রাণ--


যৌবনে--
কোথায় তুই অনুলেখা?
আজ সারাটা দিন তোর সাথে কথা
মদির সন্ধ্যায় হাতে হাত রাখা
পুজোমন্ডপে ভিড়ের অছিলায়
নিবিড় হয়ে কাছে আসা
এই কটা দিন
তুই ঝর্না
আর আমি পিয়াসা--


সংসারে--
এই চার-পাঁচটা দিন
শত কাজ থুড়ি অকাজের নরক থেকে মুক্তি
পরিবারজনের সাথে বিমল আনন্দ-অনুভুতি--


সমাপনে--
সবাই মিলে মাকে ভাসিয়ে দিতেই
মার চোখ ছলছল--যেন বলছেন
এত যত্ন-আত্তি
শেষে ডুবিয়ে দেওয়াই কি নিয়ম না তোদের প্রবৃত্তি?
জানো মা গুরুদেব বলেছেন
যা সরে সরে যায়
তারই নাম সংসার
তুমিই বলো
এখানে কার কে?
আর কেই বা কার?
প্রণাম নিও
ইতি--ভক্তজন তোমার......


কানে বাজছে
'দুগগা মাই'কি জয়'
'আসছে বছর আবার হবে'


'আসছে বছর আবার হবে'.........


থিম--যে কোন উত্সব চিরন্তন--বছর বদলায় কিন্তু উত্সব ফিরে আসে ঘরের আঙিনায়......