গাছ আঁকলাম--
ইচ্ছাধারী নাগ এর  মত লাগলো,
ফুল আঁকলাম--
তরবারি হয়ে গেল
ভাবছি--তুলির দোষ নাকি হাতের?
অলক্ষ্যে কেউ বলে উঠলো-
রঙ তুলি হাত নয়
দোষ তোর ক্রুর ভাবনায়
শিল্প আর হীনমন্যতার
একসাথে থাকা সম্ভব নয়--
উদার হয়ে দ্যাখ
আকাশকেও একে ফেলা সম্ভব,
তাই হলো-
এখন আমার ক্যানভাসময় আকাশ
নীচে নতজানু মাটি
তার স্নেহাদ্র চুম্বনের প্রত্যাশায়--
চারিদিকে হৈ হৈ রব
'আয়রে সবুজ ফিরে আয়'
আমরা শেষ প্রজন্মের মানুষেরা
মেতে উঠি নির্দোষ খেলায়.........