(বিজ্ঞাপন তথা প্রচারের আলো নয়--যোগ্যতা,সাধনা ও সময় এই তিন এর সমন্বয়
--খ্যাতিমান দের পরিচিতি দেয়--এইরকম পাঁচজন এর সম্বন্ধে কিছু শব্দহার উপস্থাপনায়.........)
                  (১)
কি গানে কি কবিতায়
শ্রী শ্রী রবীন্দ্রনাথ
ঋদ্ধমান শ্রোতা আর মুগ্ধ পাঠকসমাজ
দেখছেন--জগত্সভায় রবি'র বাজিমাত
                                            (২)
শব্দগুলো যেন 'কাস্তে হাতুড়ি তারা'
পরাধীনতার আক্রোশে জনতা পাগলপারা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
তোমাকে হারিয়ে
বিপ্লবী বাঙালি আজ পুরোধাহারা
                                            (৩)
'স্বাধীনতা শব্দটা আজ আমাদের হোলো'
বোলো--বাংলাদেশ কি জয়
কবিতা পড়ছেন কবি নির্মলেন্দু গুণ
ক্রান্তিকালের গোধূলিবেলায়
                                          (৪)
'শব্দগুলো গৌণ সুরটাই প্রধান'
নহবত এর রোশনাই এ
সানাই বাজাচ্ছেন
জনাব বিসমিল্লা খান
                                         (৫)
জেনেছি তোমার--'নিষিদ্ধ সম্পাদকীয়'
তাতে কি?
কবি হেলাল হাফিজ
তুমি বাঙালির চিরসুপ্রিয়......