(হ তে হা-হুতাশ)
ভাবি
আমি বেশি জানি
এটা ভাবি না
আমার থেকেও বেশি কেউ জানে
সে অলক্ষ্যে হাসে
যে সব জানে


শেষমেষ সবজান্তা গড়াগড়ি খাচ্ছে উঠোনে
                                          (য তে যুগান্তর)
ও ভাবে নয়-এ ভাবে হয়
মাষ্টার ছাত্রকে শেখায়
ছাত্র আজ জজ
আর বিভ্রান্তিমূলক তথ্য শেখানোর দায়ে
মাষ্টার কাঠগড়ায়


কে জানে কখন যে দিন বদলায়
                                    ( ব তে বেহায়া)
বলছি-বলছি-বলছি
শুনছি-শুনছি-শুনছি
এক দল বক্তা
আর এক দল শ্রোতা


শ্রোতার সাথে জনতা আর বক্তার সাথে ভুতের রাজা
                                    (র তে রফা)
রেষারেষি হিংসা নয়
ফার্ষ্ট বয়,সেকেন্ড বয়,থার্ড বয়
বন্ধু হলেও--পরীক্ষার সময়
মেতে ওঠে প্রতিযোগিতায়


কেবলমাত্র প্রতিযোগিতায় নিজের সঠিক অবস্থান জানা যায়
                                    (ল তে লা-জবাব)
দ্বেষ-বিদ্বেষ, আসক্তি
সতত অনাসৃষ্টি
পুষে রাখি যতনে
আর খুঁজে ফিরি


জীবনের সঠিক মানে




বিশেষ--কয়েকটা স্যাটায়ার ভাবধর্মী বাকিটা সারকথা--শেষ লাইন উপসংহার,
            প্রথমটা পুনঃরচনা।