ছেলেটা কে মেয়েটা বললো--' আমি প্রেগন্যান্ট', ছেলেটা হেসে বললো 'সেটাই স্বাভাবিক' মেয়েরা মা আর ছেলেরা বাবা হয় যৌনসূত্রে--তবে বাবা হওয়ার জন্য একটা মাঝারি চাকরি আর মাথার উপর একটা ছাউনি চাই, আমার যে কোনোটাই নেই--বেকার ছেলেটা অপারগ মেয়েটার দিকে তাকিয়ে আরো বললো----------
সামনে একটা বিরাট মাঠ আর দুস্বপ্নের রাত,জানি পেরোলেই একটা সুনীল ভোর
অপেক্ষায়--শেষমেষ তাই হলো, ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হলো,এখন তাদের শ্যাম-শ্যামা ভঙ্গিমা ভারি রাজকীয়, এসো গড় করি--একটা মানুষজন্ম
আর একটা সুনীল ভোরের প্রত্যাশায় থাকি--উহু! পাঠকরা যা ভাবছেন তা নয় বরং
উল্টোটা ঘটেছিলো--সুনীল ভোর অবশ্যই এসেছিলো কিন্তু দুপুর(অস্থির) ছেলে আর বিকেল(গর্ভবতী) মেয়েটার লাশ অন্ধকারের ডালে দুলছিলো---আর কি আশ্চর্য! এক আগামী'র কবি নিরিবিলিতে বসে এক সজীব প্রেমের কবিতা লিখছিলো--উঁকি দিয়ে দেখলাম কবিতার নাম------------------------
'জীবনের অ-----------------নে-------------------ক  মানে'..........