(রিকশাওয়ালার সংসার)


সকালে যখন বেরোই
সায়ন থেকে বান্দ্রা
যদি কেউ ডাকে
'এই অটো'----
আমি বলি হ্যা হ্যা,
রাতে যখন ফিরি
তখন যদি কেউ হাঁকে
আমি বলি না না,
কেননা তখন সায়নে
ভাড়া করা ঘরে
আমার মুখ চেয়ে অপেক্ষায়
স্ত্রী রোহিনী,মেয়ে সংস্কৃতি
আর ছেলে সংস্কার
গুনতি তে চার
গরীবের সং--------সা---------র।
                                    
                                    
                                       (স------ব কিছু)
               (১)
যাচ্ছ যাও, স----ব কিছু  নিয়ে যাও
আচ্ছা বলো তো যাবার সময়
আদৌ কি কিছু সাথে যায়?
বরং স-------ব কিছু পড়ে থাকে নিরালায়......
              (২)
বৃদ্ধ-বৃদ্ধা ভিটেবাড়িতে
ছেলে আমেরিকায়
অনেক কিছু পেয়েও
মা-বাপ
স-------ব  কিছু  হারায়.........



বিশেষ--প্রথমটা একটা হিন্দিভাষী অটোচালকের মনের কথা--হিন্দি কবিতার আসরে কবিতা হিসাবে বলা--চেষ্টাকৃত বাংলা অনুবাদ(পুনর্গঠন)।
'সায়ন' ও  'বান্দ্রা' বম্বে মহানগরের দুটো জায়গা।