আসরের সব কবিবন্ধুদের হোলি'র শুভেচ্ছা
(আত্মার ওজন কতটুকু? বিজ্ঞানী দের মতে ২--৫ গ্রাম----কাব্যিক রূপে এটা কিভাবে প্রকাশ করা যায় তাই নিয়ে এই প্রয়াস---চার পংতির কবিতা)
প্রথম শব্দ--জীবন
দ্বিতীয় শব্দ--মৃত্যু
তৃতীয় শব্দ--সত্য
চতুর্থ শব্দ---মিথ্যা
পঞ্চম শব্দ--ভালোবাসা
ষষ্ঠ শব্দ----ঘৃণা
সপ্তম শব্দ--প্রাপ্তি
অষ্টম শব্দ--বিলুপ্তি
নবম শব্দ--আত্মা
দশম শব্দ--রত্তি
-------------------------জীবন সত্যি মৃত্যু বিলুপ্তি
-------------------------মিথ্যা ভালোবাসায় প্রাপ্তি
-------------------------ধিক্কার আর  ঘৃণার ঘনবসতি
-------------------------অবশেষে বিক্রীত আত্মার ওজন--একরত্তি।


বিশেষ--শূণ্যস্থান অনুযায়ী চার পংতির কবিতায় উপরের শব্দগুলো অবশ্যই থাকতে
হবে--কবিতার বিষয়---'আত্মার ওজন'। তৃতীয় দিনে এই কবিতাটা কিভাবে
ভেবেছি তা প্রকাশ কোরবো।দেখা যাক কার কার কবিতা মিল খায়।আজ হোলি
খেলার দিনে না হয় একটু কবিতা-কবিতা খেলা যাক।