ছোটোবেলায় দেখা যাত্রাভিনয়--
সানাই,ঢোল-করতাল,জগঝম্প কনসার্ট এর শেষে
রামায়ণের প্রথম দৃশ্য
রাম-সীতার অনুরক্ত সংলাপ
রাবণের বিলাপ--
বিরতিতে সাজঘরের ফাঁটা চটের আড়াল সরিয়ে দেখি
রাম-সীতার চা এর সাথে ধূম্রজাল
অবাক হই
পরে বুঝেছি অভিনয়ের রাম-সীতাও সাধারণ মানুষ।
আরো বুঝেছি
সংসারে-- পতি থেকে পিতা
পরিবারে-- পুত্র থেকে পুরোধা
অফিসে-- অর্ধস্তন থেকে উর্ধস্তন
সমাজে--সভ্য থেকে মুখপাত্র
আমরা যে যার ভূমিকায় মগ্ন--


আমরা খেলছি
'যতক্ষন না অদৃশ্য আম্পায়ার
আঙুল তুলে আউট করে দেয়'.......





বিশেষ--পুনর্গঠন