(শয়তান)
মানুষের প্রিয় জীবন
শয়তানের প্রিয় মরণ
কেননা এর পরে
প্রিয় মানুষ তার ঘরে
                           (বেসুরো)
সুর নিয়ে খেলি
কন্ঠে মিষ্টতা নেই
গীতবিতানে থাকি
গানে প্রীতি নেই
আমি যে বেসুরো
নিমেষে বুঝে যাই
                      (বেওকুফ)
জ্ঞানী আমি
অন্যকে যা ভাবি
আদৌ সে তা নয়
স্বভাবজাত বেওকুফি
আমাকে কাঁদায়
                     (বেচারা)
টাকাপয়সা জামাকাপড় গয়নাগাটি
সব থাকা সত্ত্বেও
তারা অতি দীন
যারা মানসিক ভারসাম্যহীন