চার প্রকৃতিপ্রেমিক বন্ধু বেরলো ভ্রমণে
এক বিশাল মহীরুহতলে দাঁড়ালো অরন্যে।
প্রথমজন বললো--
ঈষৎ নুয়ে পড়া
এই বৃদ্ধ গাছ
ছড়িয়ে অজস্র ডালপালা
জড়িয়ে আছে মা-মাটির গলা।
ভয়--যদি বিচ্ছিন্ন হয়ে যায়।
দ্বিতীয়জন--
উঁহু-গাছ ঝুকে পড়ে নিচ্ছে মাটির ঘ্রাণ
কেননা ও জানে
শিশু থেকে বড় করে তোলায়
মাতৃঘ্রাণের কত অবদান।
তৃতীয়জন--
এই অনাবৃষ্টির দিনে
রোদের খরতাপে
যাতে মায়ের গা'য়ে
কোনো আঁচ না লাগে,
তাই মাটিকে ঢেকে আছে ব্যাপকতায়।
চতূর্থজন বললো--
তোরা দুর্বল মানুষের মত ভাবনায় ভূল
আসলে বৃদ্ধগাছের দৃঢ়মূল
করছে মাতৃরসসুধা পান
নতজানু হয়ে দেখছে
যেমন অবোধ শিশু দেখে মা'কে
যখন তিনি করেন মাতৃস্তনসুধা দান।
মা-মাটি বলে গাছের কানে কানে
অভাগা কোনো মানুষ
যদি জিরোতে আসে
তোর ছায়াতলে ফেলে দীর্ঘশ্বাস
তাকে আমার শীতল স্নেহাশিস্ জানাস।।