{মে দিবসে প্রত্যক্ষ শ্রমিকদের (মিল মজদুর)নিয়ে অনেক কথা--পরোক্ষ
শ্রমিকদের(ঝি-চাকর)অসহায় অবস্থা নিয়ে দুটি কথা}


আলুথালু পোষাকে
কাজের মেয়ে ঘর মুছছে
ঘরের মালিকের চোখ
তার শরীরের আনাচে কানাচে ঘুরছে
পেলে এক্ষুনি খায়
অন্তরায়
শুধু প্রতিষ্ঠার ভয়--
মেয়েটা ভয়ে ভয়ে ভাবছে
পশুবাঘ চিড়িয়াখানায় বাঁধা
মানুষবাঘ বাঁধনহারা
যদি বেআব্রু করে দেয়--


পোষা কাকাতুয়াটা বলছে
' কি উপায়........কি উপায়......
পেটের দায়.........পেটের দায়.....'





বিশেষ--পুনঃগঠন