কুন্ডলী পাকিয়ে বসেছিলো এক সাপ।
পথচলতি মানুষটা থমকে দাঁড়ালো
আর সাপটার আপাদমস্তক নিরীক্ষন
করতে লাগলো।
ফনা তুলে সাপ শুধালো-
কি দেখছিস অমন হা করে?
মানুষটা বললো
আন্দাজ করছি বিষধর কিনা,
যদি হোস,দংশনমাত্র আর বাঁচবো না।
সাপ বললো ঠিক
ছটাকমাত্র আমাদের বিষ,
আর আমরা দংশন করি অপারগ হয়ে
হিসহিস গর্জনে
সামনাসামনি শির উচিয়ে।
তোদের শরীর প্লাবিত
বিষাক্ত রসায়নে,
মুখের সামনে মিষ্টি মিষ্টি বলে
তোরা কামড়াস সঙ্গোপনে।
আরো শোন-
সরীসৃপের রাজা আমরা
জড়িয়ে থাকি মহেশ্বরের গলতলে।
তোরাই পূজিস নাগদেবতা বলে।
সুখ-সম্ম্পত্তি, স্বাস্থ্য-সম্মতি,যশ-প্রতিপত্তি
তোরা মেঙে ফিরিস মন্দিরের চাতালে।
জীবশ্রেষ্ঠ তোরা-হাতের মুঠোয় বসুন্ধরা
অথচ জন্মকাঙাল তোরা
পড়ে থাকিস ঈশ্বর পদতলে।।