গুগল সার্চ করলেই নানা ধরণের কবিতার কথা জানা যায় যেমন হাইকু,তনকা,শায়েরি,এক অক্ষর এবং এক শব্দের কবিতা।এই এক শব্দের কবিতা নতুন কিছু নয় অনেক পুরনো তবে হ্যা ভারতবর্ষ ও বাংলাদেশের কিছু ব্লগার যারা নিজেদের ব্লগে নিজ গুনাবলী জাহির করেন তারা আজকাল বাংলাভাষায় এইসব করছেন। আসলে
কাব্যচর্চার মূলধারায় যোগ দিতে অক্ষমতাহেতু প্রতিষ্ঠান বিরোধী কথাবার্তা ও কিছু অহেতুক নতুন প্রয়োগ করে পাঠকসমাজকে বিভ্রান্ত করছেন।
আর কি আশ্চর্য!এরা কিছু প্রশংসাকারী পেয়ে যান যারা কিছু না বুঝেই এদের মাথায় তুলে নাচেন।
আসলে কবিতা হল একটা ভাবের বিস্তার সাথে পাঠক তথা সমাজকে এক কার্যকরী মেসেজ দেওয়া।
কমপক্ষে একটা সম্পূর্ণ বাক্যই এটা করতে সক্ষম।
তাই অনেক বিখ্যাত কবিদের এক পংতি উল্লেখযোগ্য।
অবিবাহিত কিম্বা অবিবাহিতার গায়ে প্রজাপতি বসলে বিয়ে আসন্ন এইরকম ধারণা সমাজে বর্তমান।
'মিলনের সুসংবাদ নিয়ে আসে কেবল প্রজাপতি'।
উপরোক্ত কবিতা এক সম্পূর্ণ বাক্যের যথার্থ কবিতা।এক চলতি ধারণার বিস্তার আর মেসেজ(বিবাহজনিত শুভ সংবাদ)।এর চেয়ে সংক্ষিপ্ত আর কিছু হয় না।
বিশেষ করে এক শব্দ এমনকি শব্দবন্ধনী'র দ্বারা গঠিত শব্দও অর্থহীন।
কাজেই এই আসরকে প্রয়োগশালা না বানিয়ে নবিস কবিদের মুক্তাঙ্গন হিসাবে অক্ষত রাখাই প্রত্যেক কবির কর্তব্য।
ক্রমাগত লিখলেই সুসাহিত্যের সৃষ্টি সম্ভবপর।