সপ্ন সাগরে তুমি একা।
তুমি শুধু যপ-তপ আরও  কত,
লেখনিতে যা তুলার নয়।
তবুও আমার হাত আজও,
ধরতে এলে না তুমি।
এ আমার কোন ভুলের মাশুল,
আমি আজও উত্তরের খুজে।
আশাহিনতার ঠাই নেই মনুষ্য ধম্মে।
আশা আর কল্পনা মনুস্য ধম্ম বঠে।
সে পথের পথিক হয়ে,
আজও আমি তুমার অপেক্কায়।
শুদু একটা  এসএমএসই যতেস্ত,
তুমার সাগরের মিস্ত জলে
আমার নুনার পরিমাপণে।
অতিতের সুখময়  সৃতিকে নিয়ে
আজও আমি পথ চেয়ে আছি।
তুমি একা আমার,
তাই তুমায় পাবই পাব।
  ---অপেক্ষায় আমি বন্দু---