এই জীবনের মায়া ত্যাগ করে যবে
আমি বলবো বিদায়, চলে যাব হায়
এই নিষ্ঠুর পৃথিবী ভুলবে আমায়।
রবেনা সেদিন আর বংশ গৌরব
ধনী কিংবা গিরব ভুলে যাবে সব।
স্বাদের এই দেহটা পবিত্র কাপড়ে
মুরিয়ে রেখে আসবে মাটির ঘরেতে।
ধীরে ধীরে মাটি মোর করে নেবে গ্রাস
মোর যত কথা হবে অচিরেই ফাস।
মোর দোষ গুণ হবে সব উত্থাপন
কেমন ছিল আমার জীবন যাপন।
তাইেতা করে আমার বড় ভয় ভয়
মৃত্যুর পরে না জানি আমার কি হয়।