মন সারাক্ষণ বেড়ায় উরে লাগে না কিছু ভালো
জীবনটা আজ খন্ড ঝড়ে বড্ড এলোমেলো।
স্বপ্ন ছিল হাজার খানা মেলার আগে ডানা
মেঘ জমেছে আকাশ জুড়ে ঘড় ছাড়তে মানা।
পরিচিত সব পথগুলো আজ কেন জানি অচেনা
ইচ্ছে গুলো মন ময়দানে করেছি জানাজা।
জীবন যুদ্ধের রণক্ষেত্রে নিজের সাথে লড়ে
ক্ষতবিক্ষত ক্লান্ত হয়ে চলি, পালাবার পথ খুঁজে ফিরে।
বৃথা চেষ্টা পালিয়ে যাওয়ার নেই কো পথ খোলা
এই যুদ্ধের সমাপ্তি হবে জীবনের সন্ধ্যা বেলা।