মাগো তোমার আকাশে কালো মেঘ ঝড়ের পূর্বাভাস
মাগো তোমার কপালে আজো কেন দেখি চিন্তার ভাঁজ!
তুমি তো মা স্বাধীন, হয়েছো রক্ত স্লানে সুচি
তোমার বুকে আজো কেন মা হায়েনার উঁকিঝুঁকি?
প্রতিবেশী নামের শত্রুর গুলিতে আহত তোমার সন্তান
তবুও কেন মা তোমার বুকে তাদের গুণগান?
আজও যদি মা তোমার উপর ঘোরে অন্যের ছড়ি
তবে কেন নিত্য আওড়াও স্বাধীনতার মেকি বুলি?
যদি হোলি উৎসব পূজা অর্চনা চলে তোমার বিদ্যাপিঠে
তবে কেন মা বুকে জ্বালা করে কোরআন তেলাওয়াতে!
তোমার মাটিতে চলেই যদি ভিনদেশী সরযন্ত্র
তবে কি মা গোলামি তোমার স্বাধীনতার মূল মন্ত্র?
তোমার গর্ভের কিছু কুলাঙ্গার ওদের পা চেটে
থাকতে চায় চিরন্তন ক্ষমতার গদি সেঁটে।
কিছু কুলাঙ্গার ভিনদেশীদের নীল নকশার জোরে
ভিরতে চাই আলাদিনের চেরাগ, ক্ষমতার ঐ নীড়ে।
কাঁদিস না মা তোর ছেলেরা আছে আজো জীবিত
রুখবো মোরা শক্ত হাতে হোক যতোই সরযন্ত্র।