পারিনা আমি লিখতে আজো
রবিন্দ্রনাথের মতো।
পারিনা যে আমি
নজরুলের মতো
কাব্যের ভাষায় করতে
                 বিদ্রোহ।
তবুও পারি যতটুকু আমি
পাইনা উৎসাহ।
লাঞ্চনা আর উপহাসের
ট্রুটি কভু হয় না কখনো।
হেঁটে গেলেও পিছু থেকে
বলে কবি গেলো।
বলেই তারা হেসে যেনো
লুটি পুটি খেল।
কেনো এতো উপহাস
আমাদের নিয়ে।
কবিদের উপহাসে,
গেছে দেশে ছেয়ে।