ভগবান তুমি আজ হয়ে গেছো কি অন্ধ!
দেখছ না চোখে ঐ অত্যা চারিকে!
কেন সে হচ্ছেনা ধ্বংস।
আল্লাহ তুমি বসে বসে কি,দেখছ তামাসা!
নির্জাতিত গরিব দের কি তোমার চখে পরে না।
নাকি তুমি ঐ অত্যাচারির,
গরিব দের কেহ নয়।
আমাদের মনে আছে তোমার ভয়
ওদের মনে নয়।
ঈশ্বর তুমি পাথরের ঐ মূর্তিই থেকে গেলে।
অত্যাচারির কাল হাত দুটি তুমি,
দিচ্ছ না কেন ভেঙ্গে।
এই গরিব কাঙ্গাল তোমাদের আর
তোমরা হয়েছ ওদের!
হাইরে নিয়ম বিধাতা তোমাদের!
পোরা কপাল মদের।