আজ এই গহীন রাতে
তোমায় কথা পরছে মনে
পরছে মনে সেই দিন।
দেখে ছিলাম তোমায় প্রথম যেদিন
আজ পরছে মনে সেই দিন।


হাতে পোরেছিলে মেহেদি তুমি
আলতা পোরেছিলে পায়।
পল্লী গায়ের মেয়ে সেজেছিলে
বেলি ফুল ছিল খোপায়।


বৈশাখের ঐ দুপুর বেলা
দেখে ছিলাম আমি তোমায়।
লাল টিপটাই লাগছিল দারুন,
কি বা দেব উপমা।


হাসিতে তোমার হারিয়ে ছিলাম মোন,
আজো বলা হয়নি সে কথা।
স্মৃতির পাতায় রয়েছে গেছে তা
আজো খুব যতনে তোলা।