একটি মাস সিয়াম সাধনার পর
এলো খুশির ঈদের দিন
আকাশের দিকে চেয়ে দেখ
চাঁদ উঠেছে নবীন।
মেয়েরা মেতেছে মেহেদী মাখতে
ছেলেরা করছে ছুটা ছুটি,
নবীন চাঁদের আলোই দেখ
দুষ্টু ছেলেরা করছে বোমা বাজি।
ঈদের সকালে নতুন কাপড়ের
গন্ধে মেতেছে সারা গ্রাম।
নতুন উদ্দমে আজ মেতেছে সকলেরই প্রাণ।
দন্দ বিবাদ ভুলে গিয়ে আজ সব হয়েছি এক,
এক সাড়িতে তাই দেখ মোরা
মিলিয়েছি কাধে কাধ।
বুকের সাথে আজ বুক মিলিয়ে
পুরনো সত্রুতা সব কবর দিয়ে
মিসে হয়েছি একাকার ।
ঈদের খুশিতে আজ মেতেছে মুসলমান,
শয়তানের ধোকায় পরে কভু
যেন না হারায় ঈমান।
প্রতিঙ্গা করেছি সকলে মিলে ঈদগাহ ময়দানে,
এভাবেই থাকব মিশে বাকি দিন গুলিতে।
করবোনা আর হানাহিনি আমরা ভায়ে ভায়ে।
রমজান মাসের শিক্ষা নিয়ে যেন
চলতে পারি বাকি এগারো মাসে
সেই তৌফিক দিও আল্লাহ
তোমার এই পাপি বান্দারে।
ঈদের মাঠ থেকে নিষ্পাপ হয়ে
যেন ফিরতে পারি ঘরে।