আমি আধারেই থাকিব
আলো চাইনা,তবুও
চাইনা কর্ম সংস্থান।
চাই শুধু সাগর পাড়ে
রয়েল বেঙ্গল টাইগারের বাস স্থান।
চাই শুধু অরণ্য মাঝে
গোল পাতার ঐ গাছ।
চাই শুধু হরিণ গুলার
সুন্দর সুখের নিবাস।
চাই না আমি প্রতিদিন সকালে
ঘুমটা ভাঙ্গুক যন্ত্রের শব্দে।
চাই আমি পাখির ডাকে
রোজ সকালে জাগিতে।
চাইনা আমি বানোর এসে
মানুষের মাঝে বাধুক ঘর।
চাই ওরা অরণ্যেই থাক
হরিণের সাথী হয়ে জীবণ ভর।
চাইনা আমি হাতি গুলি হোক
সার্কাসের খেলুয়ার।
তাইতো আমি অরণ্য চাই
চইনা আলোর বাহার।