দুর্নীতির ঐ পাটি পেরে
বসেতো তোরাই থাকিস।
ভাব ভঙ্গি খারাপ দেখেই
লেজ গুটিয়ে হাটিস।
সেইতো আবার হৈ হৈ করে
বাঘের পিছে লাগিস।
বাঘের থাবাই প্রাণ হারিয়ে
অযথাই শুধু দুষিস।
অযথাই শুধু অহংকার করে
অন্যের কথা শুনিস।
শুধু শুধু কেন চিৎকার করে
বিড়াল বিড়াল বলিস?
কখনো কি পিছে ফিরে
একবার তোরা দেখিস?
কোন রেকর্ডেই তোদের থেকে
নেই মোরা পিছিয়ে।
দুর্নীতিতেই শুধু গেছিস
আমাদের ছাড়িয়ে।
এই খানেতে মানছি হার
দূর্নীতিতে তোরাই স্যার।
সঠিক পথে একবার আই
ভেঙ্গে দেব ঘাড় এক থাবায়।