যে রাত্রিতে চন্দ্রটাও ছুটি নিয়ে নেয়
এক ফোটাও আলোর অস্তিত্ব থাকেনা কোথাও।
যে রাত্রিটাতে সমস্ত পৃথিবীটা গ্রাস করে
ঘুটঘুটে কাল আধার, অতি নিকট বস্তু চোখে পরেনা
সেই রাত্রিটার মতই এখন এই জীবন।
দিক হারিয়ে দিশেহারা এখন আমি,
কেউ নেই যে আমার সঙ্গী হবে,
একটু খানি সঙ্গ দিবে আমার।
আজ আমি একা বরই একা
যত চিৎকার করি তার হয় প্রতিধ্বনি
উত্তর দেবার কেউ নেই আজ।
যখন ছিল আমার আকাশটা চন্দ্র তারাই ভরা
তখন কত উল্কা ছুটেছে আমার আকাশে,
কত জোনাকিরা করেছে খেলা
মিটিমিটি আলো জ্বেলে।
তবে আজ কেন আমি একা?