যে দিকে তাকায় দেখি সুধু হাহাকার,
বাতাসে ভেসে আসছে গন্ধ বারুদের।
অভাগির কপাল যে, প্রতিদিন ভাঙ্গে
কেউ নেই তো আজকে, কাউকে দেখার।
সকলে মেতেছে আছ রক্তের নেশায়,
দুই হাতে রক্ত মেখে ছুটে হায়েনায়।
রক্তের সাগর বয়ে চলে প্রতিদিন,
কোন এক দল হচ্ছে তাতেই রঙিন।
সমাজ পিতা যে তারা তরাই তো গুরু
তাদের সার্থ হাসিলেই এই খেলা শুরু।
ভাবে তারা কত কিছু, তোমাদের নিয়ে
তাইতো তার একটা ইঙ্গিতে তোমরা
সরল মনেতে দাও জীবন বিলিয়ে।
তাদেরি ডাকে রাস্তায় জ্বালিয়েছো গাড়ি
বারুদের গন্ধে তুমি বায়ু কর ভারি।
দুদিন বাদে তোমার মেলে রাস্তায় লাশ
হয়ে যে যাও তখন, তুমিও সন্ত্রাস।
কতযে মায়ের বুক কর তুমি খালি
প্রতিদানে এক দিন, তোর হবে বলি।