ওগো সুপর্ণা,ওগো অপর্ণা
তুমি যে আমারি মুগ্ধ হৃদয়ে
রয়েছো গাঁথিয়া।
বসন্তের সোনা ঝরা
সোনালি বিকেলে
সূর্য রশ্মি তুলতো ঢেউ
তোমারি অবাধ্য অলকে,
মন যেন আমার তখন
চাহিতো উড়িতে,
তোমাকে নিয়ে অবনীর
বাঁধাবাঁধা প্রান্ত ডিঙিয়ে,
শত বছরের শত প্রতীক্ষা শেষে
যেখানে তোমাকে পাবো
আমার নিজেরি মত করে।
একদিন জানি জানতে পারবে,
আমি তোমারই কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি প্রেমের কবিতা
এই অল্পকটা কথাতে।