সুধামরি অাবহন মধুর প্রেমের আলাপন
হৃদয় মোহরে বেঁধেছি অমরত্ব প্রেমের বাঁধন।
যতই আসিবে ঝড়-তুফান এ বাঁধন হবে নাকো ছিন্ন
দুটি মনের একটি দেহ এতো ভালোবাসার চিহ্ন।
মমতায় মাখা পবিত্র এ প্রেমের কাহিনী
অালিঙ্গনে জড়ানো এ প্রেমের ছাওনি।
ফুলো ডরে সজ্জিত দু-জোনার সুখের বাসর
একই সুঁতোই বাঁধা দু-জোনার সপ্ন ঘোর।
প্রজাতির ডানাই মেলা অংকিত আল্পনা
দুটি ঠোঁটের স্পরশে জুড়াই মনের কামনা।
মেঘেদের পাল তোলা শীতলতার অনূভুতি
হরন্যতার সম্মোহরে প্রেমের অহরতী।
জোনাকির নীড়ে জ্বলে থাকা আলোর মোহতা
বিভোষন মুক্তমন অবলিকার মগ্নতা।
অদূরে চলে যাওয়া অচেনা কোন দেশে
জন্মতা সার্থক এ ভালোবেসে।
একই পথে দু-জোনে পাশা পাশি হেঁটে চলা
একি সূরে গান গাওয়া একই সূরে কথা বলা।
ভাবোনায় ডুবে থাকা কাটে না ক্ষন
যুগ যুগ ধরে রয়ে যাবে এ প্রেমের আলাপন।