হে মোর ভাগ্য তুমি এমন কেন?
যাহা চাই তাহা না পাই
যাহা চাইনা তাহাই পাই যেন।
আমি যদি চাই ফুল
কাঁটা দেয় আঘাত,
অপূর্ন থেকে যাই মোর স্বাদ।
নির্বাক হয় আমি
এইটা বুঝি মোর ভুল,
মাঝ দরীয়ায় ভেসে চলি
হারিয়ে আমি কুুল।
সবার ভাগ্য সমান নহে
কারও থাকে পূর্ন আবার
কারও থাকে শূণ্য,
এইটা কেন হয়
হে মোর ভাগ্য তেমাকে করি প্রশ্ন?
আঁধারের ভেতর ছুটে চলি
গহীন প্রান্তের দিকে,
খুজে ফিরি নিরভাবোনার
অজানা এই প্রশ্নটাকে।