জিজ্ঞাসা
______________
(রায়হান আজিজ)
তোমরা কবে মানুষ হবে।
সব কল্পনার অবসান হলে?
তোমরা কবে নিজের অর্থ জানবে।
অনর্থক সময়গুলি নষ্ট করে?
তোমরা কবে সহজ হবে।
নিজেকে খুব দুর্গম করে?
তোমার ভাবনাকে কখন কাজে লাগাবে।
সব সমর্থ শেষ হয়ে গেলে?
তুমি কবে জয়ের জোয়ারে ভাসবে।
পরাজয়ের গ্লানিতে নিজেকে বারংবার ডুবিয়ে?
তুমি কবে মনুষ্যত্বের বহনকারী হবে।
নিজেকে সহজ বোধের কাছে বিকিয়ে দিয়ে?
তুমি কবে নিজের ভুল বুঝবে।
নিজেকে ভুলের অতল গহীনে ডুবিয়ে?
সত্যিই কি হবে ভাবনার শেষ?
এই ইহজনমে??