তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা সুন্দর কে সুন্দর বলতে ভয় পাও।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা প্রজ্বলিত আলোকে আঁধারের পথ দেখাও।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা নিজেদের বড় করতে যেয়ে অন্যকে অসম্মান করো।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা শুধু নিজেকেই জ্ঞানী মনে করো।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা নিজের অসীম শূন্যতাকে ভারী করে তুলে ধরো।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা নিজেদের পাত্রে ওপাত্রে বিলাও।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা সাময়িক সুখে অন্যর বিশ্বাসকে নিয়ে খেলা করো।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা সম্মানের মর্যাদা রাখতে জানো না।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা জীবনটাকে অনেক কঠিন করে ভাবো।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা নিজেই নিজের আত্মঘাতী ক্ষতিকারক।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা অন্যর সুন্দর বিকাশকে পদদলিত করো
সামান্য নিজের ভালোলাগার জন্য।
তোমাদের প্রচণ্ড ঘৃণা করি
যারা সৃষ্টিশীল অভিযাত্রীদের বাঁধা হয়ে দাঁড়িয়ে থাকো।