জৈবিকতায় ভর করা প্রেম যেন
হঠাৎ জ্বলে ওঠা আগুন,
আত্মিক প্রেম বয়ে নিয়ে আসে
আবেশীত এক ফাগুণ।
জৈবিক প্রেম ক্ষণিকের মোহ
প্রেম তারে বলা যায় না;
প্রেম সে তো স্বর্গীয়, তাই
আত্মা ছাড়া কিছু চায় না।
আত্মার প্রেমে বিশ্বাস রেখেছি
আত্মাকেই ছুঁয়ে যাবো,
জৈবিকতায় পাশবিকতার বাস
ভাল করে ভেবে দেখো।
পশুরা খোঁজে জৈবিক প্রেম
মানুষের আকৃতি নিয়ে,
আত্মার প্রেম হারালো কোথায়
খুঁজবো কোথায় গিয়ে?