এয়ার টিকেটে নাম লিখেছে
জানতে পারি যখনি,
মনে মনে হোস্ট হয়ে যাই
ঠিক দেখে নেই তখনি।


সীট বেল্টটা বাঁধার ছলে
সামনে একটু ঝুকে যাই,
চাঁদ মুখটা বুকের কাছে
বড্ড ভাল দেখতে পাই।


জল ভরা জগ কিংবা লজেন্স
কিংবা কালো কফির মগ,
দেখতে তারে সব নিয়ে যাই
নয়তো মিথ্যে নয়তো ঠগ।


জানালা দিয়ে তাকিয়ে থাকে
দেখতে খোলা নীল আকাশ,
চোখ ফেরাতে আমার দিকে
দেই ঘোষণা "জোর বাতাস"।


ইমার্জেন্সীর ধোঁয়া তুলে
যাই ছুটে যাই তার কাছে,
নিরাপদে রাখার ছলে
দাঁড়িয়ে থাকি পাশ ঘেঁষে।


বুকের ভেতর ধুকপুকুনি
বুকের কাছেই শোনা যায়,
নামিয়ে তারে ফের আকাশে
উড়াল দেবো কেমনে হায়!


মাটির ছোঁয়ায় কাঁপে চাকা
জ্বলে ওঠে লাল বাতি,
ধীর পায়ে সে এগিয়ে চলে
মন মেনে নেয় সব ক্ষতি।


০১/০২/২০১৮