তপ্ত দুপুর রৌদ্রে পোড়া
উদোম দেহের কিশোর,
চললো ছুটে আম্রকুঞ্জে
আম কুড়োতে বিভোর।
ঝুলছে শাখায় থোকায় থোকায়
সবুজ রঙের আম,
হাতের মুঠোয় ধরতে কিশোর
ঝরায় যে তার ঘাম।
নুন মরিচে হয়তো হবে
নয়তো দেবে পোড়া,
ডাঁসা ডাঁসা কাঁচা আমে
চলবে শিলের নোড়া।